টেলিযোগাযোগের নতুন সচিব খলিলুর রহমান

২৮ অক্টোবর, ২০২১ ২০:২৫  
সচিবালয় রদ বদলে নতুন সচিব পেয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।  পদোন্নতি পেয়ে এই পদে নিয়োগ পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জরি করা হয়েছে। এর আগে গত বছর ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) থেকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান মো. খলিলুর রহমান।